October 6, 2025

রাজ্যের ৪ টি বিধানসভা আসনে উপনির্বাচন

সোমালিয়া ওয়েব নিউজ: আজ বাগদা বিধানসভার উপনির্বাচন। ৯ জন প্রার্থী প্ৰতিদ্বন্দিতা করছেন। মোট ৩০১ টি বুথে ভোটগ্রহণ হবে। ২ লক্ষ ৮৫ হাজার ৪৪২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নিরাপত্তায় ১৬ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানা গেছে। বাগদার হেলেঞ্চা হাই স্কুলে ডি সি আর সি সেন্টার থেকে ভোটসামগ্রী নিয়ে ভোটকর্মীরা নিজ নিজ বুথের পৌঁছে গেছেন। রাজ্যের মোট ৪ টি বিধানসভা আসনে উপনির্বাচনে আজ ভোট নেওয়া শুরু হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগণার বাগদা এবং কলকাতার মানিকতলা – এই চারটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭’টায়। চলবে সন্ধে ৬’টা পর্যন্ত। ভোট গণনা শনিবার ১৩’ই জুলাই। ভোটদাতার সংখ্যা প্রায় ১০ লক্ষ। প্রার্থী রয়েছেন ৩৫ জন।ভোটগ্রহণ অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠ করতে মোতায়েন করা হয়েছে মোট ৭০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি ২০ কোম্পানী মোতায়েন থাকছে বাগদায়।

Loading