October 5, 2025

রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সোমালিয়া ওয়েব নিউজ: মস্কোয় রাশিয়ার রাষ্ট্রপতি ভালোদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ভারত, গত ৪০-৫০ বছর ধরে এর মোকাবিলা করছে। তাই মস্কো কিংবা দাগেস্তানে, জঙ্গি কার্যকলাপের বেদনা ভারত অনুভব করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। গতকাল রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ সেন্ট এন্ড্রু দা অ্যাপোজেল-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, শ্রী মোদিকে এই সম্মান প্রদান করেন। এতে করে রাশিয়া ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় হবে।

Loading