October 5, 2025

সরকারি দফতরে বিদ্যুৎ খরচ কমাতে ১৬ দফা নির্দেশিকা

সোমালিয়া ওয়েব নিউজ: বিদ্যুতের অপচয় নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পর বিদ্যুৎ ব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ করছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি দফতরে বিদ্যুৎ খরচ কমাতে রাজ্য সরকার ১৬ দফা নির্দেশিকা জারি করেছে। রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার জারি করা নির্দেশিকা সব দফতরে পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায়, টিফিনের সময় ও ছুটির পরে পাখা, আলো ও অন্যান্য বৈদ্যুতিক উপকরণ বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। সরকারি ভবনে বিদ্যুৎ ব্যবহারের ওপর নজর রাখতে একজন করে নোডাল অফিসার নিয়োগ হবে। বিদ্যুতের খরচ কমানোর জন্য অফিসগুলিতে প্রশিক্ষিত কর্মী রাখা হবে। সব সরকারি দপ্তর ছাড়াও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থা, পুরসভা-পঞ্চায়েতের মতো সংস্থার ভবনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Loading