October 6, 2025

আজও শিমলা, মান্ডি এবং কুলু জেলার নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে

সোমালিয়া ওয়েব নিউজ: হিমাচল প্রদেশের শিমলা, মান্ডি এবং কুলু জেলার বিভিন্ন স্থানে মেঘভাঙ্গা বৃষ্টিতে নিখোঁজদের সন্ধানে আজও তল্লাশি চলছে। লাহুল-স্পিতি জেলার দারচা সিংকুলা সড়কে দুটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় , দারচা থেকে জাসকর যাওয়ার রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ৪৪ জন এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে । এরমধ্যে সিমলা জেলার রামপুরের সামেজ এলাকায় ৩৬ জন নিখোঁজ হয়েছেন। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে । প্রশাসন সূত্রে জানানো হয়েছে,এই কাজে বাহিনীর আরো কর্মীদের মোতায়েন করা হচ্ছে।

Loading