October 5, 2025

ভারত-বাংলাদেশ সীমান্তে হাইএলার্ট জারি

সোমালিয়া ওয়েব নিউজ: বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ভারত-বাংলাদেশ সীমান্তে হাইএলার্ট জারি করা হয়েছে। আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ গেদে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত বিএসএফের জওয়ান মোতায়েন করা হয়েছে আন্তর্জাতিক সীমান্তে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আজ থেকে সুন্দরবনের নদী ও সমুদ্রে হাই অ্যলার্ট জারি করা হল। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জল সীমানতে ২৪ ঘন্টা টহল দেবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট। ইতিমধ্যে সুন্দরবনের ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে উপকূল রক্ষী বাহিনীর বিশেষ হোভারক্রাফ্ট। উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের সবকটি উপকূল থানা এলাকায় পেট্রলিং চলছে। বিএসএফ এর ডিজি দলজিৎ সিং আজ দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থলবন্দরে আসেন। এক ঘন্টারও বেশি সময় তিনি বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর আধিকারিকদের সঙ্গে নিয়ে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোলের মধ্যবর্তী জিরো পয়েন্ট পরিদর্শন করেন। এরপর ডিজি পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি পেট্রাপোল থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, বিএসএফ এর ডিজি দলজিৎ সিং আজ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া স্পর্শ কাতর অঞ্চলগুলি পরিদর্শন করেন। পরিদর্শনের পর সীমানা লাগোয়া কোথায় কোথায় বাহিনীর সংখ্যা বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Loading