October 5, 2025

শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশ ও বিদেশের সমস্ত ভারতীয় নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন

সোমালিয়া ওয়েব নিউজ: জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। পুজো দিতে ভক্তরা মন্দিরে ভিড় করেছেন। উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনে ভগবান কৃষ্ণের জন্মতিথি উদযাপনের জন্য মন্দিরগুলিতে বিপুল জনসমাগম হয়েছে। ভগবান কৃষ্ণের জন্মস্থান মথুরায় বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, ইসকন মন্দির এবং শ্রী কৃষ্ণ জন্মভূমি মন্দির সহ হাজার হাজার মন্দিরকে সুসজ্জিত করা হয়েছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রেম, ভালবাসা, জ্ঞান এবং ন্যায়ের প্রতীক। তিনি দেশবাসীকে ভগবান শ্রীকৃষ্ণের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে মহাসমারোহে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। ইসকনের চন্দ্রোদয় মন্দিরে ভোরে মঙ্গল আরতি হয়। পরে ভাগবত পাঠ শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত কথা তুলে ধরা হয়। চলে বিশেষ পুজোপাট। এদিন রাধা কৃষ্ণ বিগ্রহকে নতুন পোশাকে অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দেশ বিদেশের হাজার হাজার মানুষ উৎসব প্রত্যক্ষ করতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্রে চন্দ্রোদয় মন্দিরে হাজির হয়েছেন।সেখানে আগামীকাল হবে নন্দ উৎসব ও ইসকন প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ১২৮ তম জন্ম জয়ন্তী পালন। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশ ও বিদেশের সমস্ত ভারতীয় নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, এই আনন্দের উৎসব আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দৈব আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে। তিনি সমস্ত নাগরিককে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে দেশ ও জাতির অগ্রগতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

Loading