সোমালিয়া ওয়েব নিউজ: কর্তব্যরত পিজিটি আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। সরকার এই কর্মসূচীকে বে-আইনী ঘোষণা করলেও ছাত্র সমাজের সমর্থকেরা ইতিমধ্যেই কলেজ স্ট্রীট, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গা থেকে মিছিল শুরু করেছে। হাওড়া ব্রীজেও আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে, জলকামান দিয়ে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। ফোরসোর রোডেও বিক্ষোভকারীদের মিছিল হঠিয়ে দিতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করা হচ্ছে। হাওড়া ময়দান, মল্লিক ফটক, জিটি রোডের কাছে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডের সামনে শ্লোগান দিচ্ছে। পুলিশের পক্ষ থেকে শান্তি বজায় রাখা, কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য মাইকিং করা হচ্ছে। তবে, প্রশাসনের পক্ষ থেকেও অভিযান, প্রতিহত করার জন্য নেওয়া হয়েছে সবরকমের ব্যবস্থা ।সাঁতরাগাছিতে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করলে তুমুল উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। বেশকিছু ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক