সোমালিয়া ওয়েব নিউজ: ধর্ষণের মত অপরাধ রুখতে এবং এধরনের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য ৬ টি পক্সো সহ মোট ১৭ টি বিশেষ ফাস্ট্র্যাক আদালত তৈরির অনুমতি দিলেও রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নেয়নি বলে কেন্দ্র জানিয়েছে। আর জি করের নিহত নির্যাতিতার পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জানিয়ে অন্নপূর্ণা দেবী তাঁর চিঠিতে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের বিরুদ্ধে সবরকম বৈষম্য ও হিংসার অবসান ঘটাতে এবং তাঁদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও সমদৃষ্টির সমাজ তৈরি করতে উদ্যোগী হবে বলে তাঁর আশা।
অপরাধ মোকাবিলায় কঠোর কেন্দ্রীয় আইন এবং বিশেষ ফাস্ট্র্যাক আদালত স্থাপনের প্রয়োজনের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন, কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, তার জবাবে লিখেছেন, পয়লা জুলাই থেকে সারা দেশে যে ভারতীয় ন্যায় সংহিতা বলবৎ হয়েছে, তাতে ধর্ষণের কঠোর সাজার সংস্থান রয়েছে। পক্সো আইনের অধীনে বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সহায়তা পুষ্ট প্রকল্প শুরু হয়েছে ২০১৯-এর অক্টোবরে। ২০২৩-এর ৮ই জুন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে যোগ দিয়ে ৭টি ফাস্ট্র্যাক আদালত গঠনের কথা জানায়। পরে তাদের ১৭টি আদালতের গঠনের অনুমোদন দেওয়া হলেও চলতি বছরের ৬ই জুন পর্যন্ত মাত্র ৬টি পক্সো আদালত চালু হয়েছে। বাকি ১১টি আদালত গঠনে রাজ্য সরকার কোনো উদ্যোগই নেয়নি। পশ্চিমবঙ্গে ৪৮ হাজার ৬০০টি ধর্ষণ ও পক্সো মামলা ঝুলে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, মহিলা ও শিশুদের সমস্যার কথা জানাতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণে কেন্দ্রের তরফে বেশ কয়েকটি হেল্পলাইন চালু করা হলেও দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকার তা চালু করেনি।


![]()

More Stories
সরাস আজীবিকা খাদ্য উৎসব ২০২৫-এর উদ্বোধন আজ, মিলবে ২৫ রাজ্যের স্বাদ
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়