সোমালিয়া ওয়েব নিউজ: দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ কলকাতায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নিরস্ত্র, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠি চালিয়েছে। বয়স্ক মানুষ এবং মহিলারাও ছাড় পাননি। ছাত্রদের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে বিজেপি আগামীকাল ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে। বহু ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের চিকিৎসা ও আইনি সহায়তা দিতে একটি হেল্পলাইন চালু করেছে বিজেপি। এর নম্বর হল- ৮৯২৯-৭৫৯৫-৭৮
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা