December 1, 2025

মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ‘নিট পোস্ট গ্রাজুয়েট’-এ ৩৯৯ র‍্যাঙ্ক আরামবাগের অভীকের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিট পোস্ট গ্র‍্যাজুয়েট কোর্সের সর্বভারতীয় ক্ষেত্রে ৩৯৯ র‍্যাঙ্ক করে আরামবাগের মুখ উজ্জ্বল করলেন আরামবাগ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উত্তরায়ন পল্লীর বাসিন্দা অভিক ভট্টাচার্য। অনুমান রাজ্যের ক্ষেত্রেও তাঁর এই র‍্যাঙ্ক ১০ থেকে ১৫-র মধ্যেই থাকবে। অভিকের বাবা অতনু ভট্টাচার্য এলআইসির আরামবাগ শাখাতে কর্মরত। মা সুজাতা ভট্টাচার্য সাধারন গৃহবধূ। বাবা-মায়ের একমাত্র সন্তান অভিক আরামবাগের শিশুগুচ্ছ স্কুলে প্রাথমিক শিক্ষালাভের পর আরামবাগ হাইস্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন। দুটি পরীক্ষাতেই তিনি ভালো ফল করে উচ্চমাধ্যমিকের বছরেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে একশোর মধ্যে স্থান করে নেন। এরপর কলকাতা মেডিকেল কলেজে এমবিবিএস করেন। এবার পোস্ট গ্র‍্যাজুয়েট কোর্সের প্রবেশিকায় প্রথম সুযোগেই এত ভাল র‍্যাঙ্ক করায় শুধু তাঁর বাবা-মা বা পরিবারের অন্যান্যরাই নন, তাঁর শিক্ষক-শিক্ষিকা, প্রতিবেশী থেকে শুরু করে সমস্ত আরামবাগবাসি খুশী। এ বিষয়ে তাঁকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারীও। অভিক জানান, এখন তাঁর ইচ্ছা, রেডিওলজি বা জেনারেল মেডিসিন নিয়ে পড়াশোনা করার এবং তা তিনি এ রাজ্য থেকেই করতে চান।

Loading