October 6, 2025

‘সুভদ্র প্রকল্পে’ ১০ হাজার টাকা করে দেওয়া হবে

সোমালিয়া ওয়েব নিউজ: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুবনেশ্বরে ওড়িশা সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচী ‘সুভদ্র প্রকল্পে’র সূচনা করবেন। আজ এই প্রকল্প সূচনার সময় শ্রী মোদী প্রথম কিস্তির ১০ লক্ষ টাকার’ও বেশী অর্থ, সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে পাঠাবেন। এটি রাজ্যের বৃহত্তম নারী কেন্দ্রীক প্রকল্প, যার আওতায় আসবে এক কোটির’ও বেশী মহিলা। ২১ থেকে ৬০ বছর বয়সী যোগ্য উপভোক্তারা পাঁচ বছর ধরে ৫০ হাজার টাকা করে পাবেন। সুবিধাভোগীদের আধার নম্বর সমন্বিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর, দুটি কিস্তিতে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

Loading