October 6, 2025

চক্ররেল পরিষেবার ৪০ বছর

সোমালিয়া ওয়েব নিউজ: ১৯৮৪ সালে এই চক্ররেল পরিষেবা শুরু হয়। পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের চক্ররেল পরিষেবার ৪০ বছর সম্পূর্ণ হচ্ছে। চক্র রেলের পরিকল্পনা করা হয়েছিল কলকাতা শহরে বিদ্যমান পরিবহন প্রতিবন্ধকতাকে সহজ করার লক্ষ্যে। তিনশো বছরের পুরানো এই ঐতিহাসিক শহরে মাত্র ৫ শতাংশ রাস্তা আছে। বর্তমানে, চক্ররেল প্রায় ৪৪ কিমি দূরত্ব জুড়ে একটি বৃত্তাকার রুট গঠন করেছে। দমদম জংশন, বালিগঞ্জ, টালিগঞ্জ, মাঝেরহাট ইত্যাদির মতো প্রধান স্টেশনগুলিকে নিয়ে মোট ২১টি রেলওয়ে স্টেশন রয়েছে এই রুটে।চক্র রেল যাত্রীবাহী ও পণ্য পরিবহনকারী ট্রেন – উভয় পরিষেবাই প্রদান করে। যাত্রী পরিষেবাগুলির মধ্যে রয়েছে EMU লোকাল, যা এই মহানগরীর পরিবহন চাহিদা পূরণ করে উত্তর ও দক্ষিণ শহরতলিকে সংযুক্তি করণের মাধ্যমে। সারাদিনে ২৯টি EMU লোকাল ট্রেন চলে।

Loading