সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO , জর্ডনকে বিশ্বের মধ্যে প্রথম কুষ্ঠ মুক্ত দেশ হিসেবে ঘোষনা করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে জনস্বাস্থ্য উদ্যোগের একে এক বিরাট সাফল্য বলে চিহ্নিত করা হয়েছে। জর্ডনে গত দু দশকে কুষ্ঠ আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।এই সাফল্যের জন্য জর্ডনকে অভিনন্দন জানিয়ে হু-এর মহানির্দেশক টেড্রোস অ্যাঢানাম ঘেব্রেইসুস জানান, বছরের পর বছর ধরে কুষ্ঠ মানবসমাজের ওপর কুপ্রভাব ফেলেছে। তবে রোগ মোকাবিলায় লাগাতার প্রচেষ্টা চলছে। পরিস্থিতি পর্যালোচনা করে দেখার পর এই সিদ্ধান্ত ঘোষনা করা হয়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু