October 5, 2025

বিশ্ব জলাতঙ্ক দিবস

সোমালিয়া ওয়েব নিউজ: “রেবিজ” বা “জলাতঙ্ক” হচ্ছে ভাইরাস গঠিত একটি রোগ যা –সাধারণত কুকুর, শেয়াল, বাদুড় প্রভৃতি উষ্ণ রক্তের প্রাণীদের মধ্যে দেখা যায়। এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীতে পরিবাহিত হতে পারে তার লালা বা রক্তের দ্বারা। বিশ্বের প্রায় সকল দেশের প্রাণীর মধ্যেই এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। প্রতি বছর বিশ্বে যত মানুষ কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তার ৯৯ শতাংশই এই রোগের কারণে হয়। বিশ্ব জলাতঙ্ক দিবস প্রতি বছর ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়, লুই পাস্তুরের মৃত্যু বার্ষিকীতে , লুই পাস্তুর প্রথম কার্যকরী জলাতঙ্ক ভ্যাকসিন তৈরি করেছিলেন । বিশ্ব জলাতঙ্ক দিবসের লক্ষ্য হল মানুষ এবং প্রাণীদের উপর জলাতঙ্কের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

Loading