October 5, 2025

ডক্টর অর্চনা মজুমদারকে NCW র সদস্য হিসেবে নিয়োগ করেছে মন্ত্রক

সোমালিয়া ওয়েব নিউজ: বিজয়া রাহাতকার, জাতীয় মহিলা কমিশন-NCW র নতুন চেয়ারম্যান হয়েছেন। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারী করেছে। এর আগে মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ও আওরঙ্গবাদের মেয়রের দায়িত্ব সামলেছেন তিনি।এদিকে, ডক্টর অর্চনা মজুমদারকে NCW র সদস্য হিসেবে নিয়োগ করেছে মন্ত্রক।

Loading