October 5, 2025

সুদানে ৫ লক্ষ শিশু সহ ৩০ লক্ষেরও বেশি মানুষের কলেরাতে আক্রান্ত

সোমালিয়া ওয়েব নিউজ: সুদানে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই কেলরা, ম্যালেরিয়া, মিজ়লস এবং ডেঙ্গুর মত রোগ নহামারির আকার নিয়েছে। পাঁচ বছরের নীচে ৫ লক্ষ শিশু সহ ৩০ লক্ষেরও বেশি মানুষের কলেরাতে আক্রান্ত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে বলে সতর্ক করে দিয়েছে ইউনিসেফ। সংঘর্ষ কবলিত এলাকার ৭০ শতাংশের বেশি হাসপাতালে পরিষেবা বন্ধ রয়েছে। কয়েক মাস ধরে বেতনও পাচ্ছেন না স্বাস্থ্যকমীরা। প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। গত বছরের এপ্রিলে সুদানের সশস্ত্র বাহিনী এবং রাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘাত শুরু হওয়ার আগে পর্যন্ত প্রতিষেধক প্রদানের হার ছিল ৮৫ শতাংশ। পরে তা ৫০ শতাংশে নেমে আসে বলে ইউনিসেফ জানিয়েছে।

Loading