October 5, 2025

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি

সোমালিয়া ওয়েব নিউজঃ নেপালের অন্তর্বর্তী সরকারের নেতা ও প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গতকাল প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিলেন। সাম্প্রতিক জেন জি আন্দোলনের প্রেক্ষিতে গঠিত এই সরকারকে তিনি আখ্যা দিলেন “জনগণের প্রত্যাশার সরকার” হিসেবে।

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী কার্কি স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রশাসন ও দ্রুত জন পরিষেবা প্রদান করাই তাঁর সরকারের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, “জনগণের ভরসা ধরে রাখতে সব সরকারি কর্মীদের সক্রিয় ও উদ্যোগী হতে হবে।”

প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের প্রধান লক্ষ্য আগামী বছরের ৫ই মার্চ নির্ধারিত সাধারণ নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। সেই উদ্দেশ্যেই আর্থিক ব্যয় সংযত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে অপ্রয়োজনীয় ও ক্ষুদ্র কিছু প্রকল্প বাতিল করা হচ্ছে।

আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্গঠনের জন্য একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণাও দেন তিনি। একইসঙ্গে জনগণের অভিযোগ সরাসরি শোনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিসভা এবং সমস্ত সরকারি দপ্তরে হটলাইন চালু করা হয়েছে।

সুশীলা কার্কির এই ভাষণকে নেপালের গণতান্ত্রিক যাত্রাপথের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

Loading