সোমালিয়া ওয়েব নিউজঃ সুন্দরবনে পাখির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৮২৭—এমনই তথ্য উঠে এল বনদপ্তরের সাম্প্রতিক সমীক্ষায়। গতকাল সজনেখালি ব্যাঘ্র প্রকল্পে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশিত হয় এই প্রতিবেদন।
বনদপ্তরের তরফে জানানো হয়েছে, এপর্যন্ত সুন্দরবনে মোট ১৫৩ প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে সাত প্রজাতির মাছরাঙা। পাশাপাশি, ১৩টি লুপ্তপ্রায় প্রজাতিরও অস্তিত্ব এখানে ধরা পড়েছে।
অনুষ্ঠানে সমীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেন বনদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। উপস্থিত ছিলেন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি দেবল রায়, মুখ্য বন্যপ্রাণ সংরক্ষক সন্দীপ সুন্দরিয়ালসহ অন্যান্য আধিকারিকরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুন্দরবনের জলাভূমি, ম্যানগ্রোভ অরণ্য ও নানা প্রাকৃতিক বৈশিষ্ট্যই বহু প্রজাতির পাখিকে টিকে থাকার জন্য অনন্য আশ্রয় দিয়েছে। লুপ্তপ্রায় পাখিদের সংরক্ষণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার কথাও জানিয়েছে বনদপ্তর।

More Stories
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা হাতি ও দুই শাবকের
উস্রি নদীর ঝর্ণায় ভরা বর্ষার ভয়ানক রূপে মোহিত পর্যটকরা
ওড়িশার বনবাংলো: প্রকৃতির কোলে শান্তির আশ্রয়