সোমালিয়া ওয়েব নিউজঃ বিশ্বের দীর্ঘতম সেতুটি রয়েছে চীনে। দীর্ঘ ৯ বছর ধরে নির্মাণকাজ শেষে ২০১৮ সালের অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এ সেতুটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের প্রায় ১৪টি দেশ থেকে বিখ্যাত প্রকৌশলীদের নিয়ে ২০০৯ সালে সেতু নির্মাণের উদ্যোগ নেয় দেশটির সরকার।
সেতুটি শুধু সমুদ্রেরই নয় বরং বিশ্বের স্থলভাগের সেতুগুলোর মধ্যেও দীর্ঘতম। এটি জল ও স্থলে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সেতু। হংকং থেকে ম্যাকাওয়ে সড়কপথে যাতায়াতের জন্য তৈরি এ সেতু ৫৫ (৩৪ মাইল) কিলোমিটার দীর্ঘ। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২ হাজার কোটি ডলার।চীনের পার্ল রিভারের ওপর দিয়ে সেতুটি সমুদ্র পার হয়ে চলে গেছে ওপারে। হংকং, ম্যাকাও এবং আরো নয়টি শহরকে যুক্ত করে একটি বৃহত্তর সাগর সংযোগ এলাকা তৈরি প্রকল্পের অংশ হিসেবে চীন এ সেতুটি নির্মাণ করে।
শক্তিশালী মাত্রার টাইফুন কিংবা ভূমিকম্প-রোধী এ সেতুটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে চার লাখ টন স্টিল যা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব। দক্ষিণ চীনের ৫৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকার ৬ কোটি ৮০ লাখ মানুষ এ সেতুর সুবিধা পাচ্ছে। এ সেতু চালু হওয়ায় হংকং ও ম্যাকাওয়ের মধ্যে দূরত্ব আড়াই ঘণ্টা কমে এসেছে। আগের তিন ঘণ্টার পথ এখন আধা ঘণ্টায় যাতায়াত করা যাবে। এর আগে চীনের মূল ভূ-খণ্ড ঝুহাই থেকে হংকং যেতে সময় লাগতো চার ঘণ্টার মতো। সেখানে নতুন এ সেতুর কারণে সেখানে লাগে মাত্র আধা ঘণ্টা।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
দিকদর্শন উদ্ভিদ বা পথিকের উদ্ভিদ