সোমালিয়া ওয়েব নিউজ: জার্মানিতে রাস্তা ঘাটে অথবা পার্কে এমন পাবলিক লাইব্রেরি অনেক দেখা যায়। পথ চলতি মানুষ সম্পুর্ন ফ্রিতে এখানে বই পড়তে পারেন কিংবা বই পড়বার জন্য বাড়ি নিয়ে যেতে পারেন। নিজের বাড়িতে বই থাকলে শেয়ারও করা যায়। পড়া হয়ে গেলে ফের যথাস্থানে বই পাঠকরা রেখে দিয়ে যান। এখানে না আছে কোন নিরাপত্তা কর্মী না আছে কোন মেম্বারশিপের ব্যাবস্থা। কেউ চুরিও করে না। জার্মানি ফুটবলের দেশ, খেলা প্রেমীদের জগৎ আবার তারা পাশাপাশি তারা শিক্ষা , সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে তার শ্রেষ্ঠ। অনেক সময় বনে জংগলে আর নদীর পাশেও এমন লাইব্রেরি দেখাযায়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু