সোমালিয়া ওয়েব নিউজ: লাদাখের লেহ-তে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO দেশের প্রথম এনালগ স্পেস মিশন শুরু করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত, লাদাখে অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের মাত্র ৪০ শতাংশ হওয়ায় গবেষকদের মঙ্গল গ্রহের মতো পরিস্থিতির মূল্যায়ন করতে সুবিধা হবে। একটি গ্রহের অভ্যন্তরে প্রাণের অনুকরন করে তার খুঁটিনাটি পর্যালোচনা করবে এই মিশন। অদূর ভবিষ্যতে চাঁদে মনুষ্য অভিযানের পরিকল্পনার প্রেক্ষিতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। মঙ্গল এবং চাঁদের সঙ্গে ভৌগলিক বৈশিষ্টের মিল থকায় এই মিশনের জন্য লাদাখকে বেছে নেওয়া হয়েছে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর