October 5, 2025

কানাডায় হিন্দু মন্দিরে হামলায় কঠোর ভারত

সোমালিয়া ওয়েব নিউজ: কানাডায় হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, দেশের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রচেষ্টাও সমান ভয়ঙ্কর। এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ কখনই দেশের সংকল্পকে দুর্বল করতে পারবে না। ন্যায়বিচার নিশ্চিত করতে এবং আইনের শাসন বজায় রাখতে কানাডা সরকারের প্রতি আহ্বান জানান শ্রী মোদি।

কানাডার ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরের বাইরে ‘কনস্যুলার ক্যাম্প’ চলাকালীন হিংসার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং চরমপন্থী বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণ থেকে উপাসনালয়গুলিকে সুরক্ষিত রাখতে কানাডার সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। সেদেশে বসবাসকারী ভারতীয় এবং কানাডার নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এদেশের কনসুলার অফিসারদের প্রচেষ্টাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবেনা বলে তিনি জানান।

ওটায়ায় ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এধরণের হিংসাত্মক আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।

২রা এবং ৩রা নভেম্বর ভ্যাঙ্কুভার ও সারে এলাকায় একইভাবে ‘কনস্যুলার ক্যাম্প’-এ হামলার চেষ্টা হয়। এধরণের শিবির আয়োজনের ক্ষেত্রে পরবর্তী সময়ে বাধার সৃষ্টি করা হলে বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।

Loading