October 5, 2025

কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ

সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বের প্রথম জাপানের মাটি থেকে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ গতকাল মহাকাশে পাঠানো হয়েছে। লিগনোস্যাট নামের এই উপগ্রহ আগামী ৬ মাস পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করবে।জাপানে, তলোয়ারের খাপ তৈরি করতে হোনোকি ব্যবহার করা হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মাগনোলিয়া গাছের কাঠ হোনোকি থেকে এই উপগ্রহ তৈরি করেছে।

Loading