সোমালিয়া ওয়েব নিউজ:পূর্ব কলকাতার ইকো পার্ক ঘুরে বেড়ানোর এক নতুন আকর্ষণ স্থল। নিউ টাউন এর ইকোপার্কে গতকাল সোলার ডোম (Solar Dome)-এর উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এই সোলার ডোম থেকে প্রচুর সৌর বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানা গেছে। সোলার ডোমের ভিতরে যে মিউজিয়াম তৈরি করা হয়েছে কেউ চাইলে, রোবট ঘুরে দেখাবে সোলার Dome মিউজিয়াম। সৌর বিদ্যুৎ কিভাবে তৈরি হয় ও কিভাবে জীবনযাত্রায় ব্যবহার করা হয় দেখা যাবে এই সোলার Dome এ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক