October 5, 2025

চিকিৎসা সরঞ্জাম শিল্পকে আরো শক্তিশালী করতে প্রকল্পের সূচনা

সোমালিয়া ওয়েব নিউজ: গতকাল নতুন দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্য, রসায়ন ও সার মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা চিকিৎসা সরঞ্জাম শিল্পকে আরো শক্তিশালী করতে একটি প্রকল্পের সূচনা করেছেন। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, এই প্রকল্প দেশে মেডিকেল সরঞ্জাম শিল্পের আমূল পরিবর্তন ঘটাবে এবং এর ব্যাপক প্রভাব পরিলক্ষিত হবে। সরকারের উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতার সুবিধার ফলে ভারত এই শিল্পে আত্মনির্ভর হয়ে উঠবে বলে মত ব্যক্ত করেন তিনি।রসায়ন ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং ফার্মাসিউটিক্যাল সচিব অরুনিশ চাওলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Loading