October 5, 2025

জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ

সোমালিয়া ওয়েব নিউজ: শ্রীনগর শহরের উপকন্ঠে জবরওয়ান জঙ্গলে আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ হয়। ঐ জঙ্গলে জঙ্গীরা লুকিয়ে আছে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সেখানে গেলে জঙ্গীরা গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীও এর জবাব দেয়। জম্মু–কাশ্মীরের কিস্তোয়ারে আজ সকালে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ বাধে। জঙ্গীদের উপস্থিতির খবর পেয়ে কিস্তোয়ারের ভারতরিজ এলাকায় গেলে জঙ্গীরা গুলি ছুঁড়তে শুরু করে। দু’দিন আগে জঙ্গীদের এই দলটি দুই নিরীহ গ্রামরক্ষী বাহিনীর সদস্যকে হত্যা করেছিল বলে মনে করা হচ্ছে। জঙ্গীদের এই দলটিকে নিরাপত্তা বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গীদের ধরতে বাহিনীর অভিযান চলছে। নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য জঙ্গীদের হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে। জম্মু কাশ্মীরের বারামুলা জেলার সোপোরে গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গী মারা পড়েছে। দু-তিন জন জঙ্গী এখনও আটকে রয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়েছে। রামপোরা অঞ্চলে গতসন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের গুলি বিনিময় শুরু হয়। সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী এই অভিযান চালায়।

Loading