October 4, 2025

নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা

২,৫০০ কোটি টাকার ডিবিটি স্থানান্তর, মহিলাদের স্ব-রোজগার ও ছোট ব্যবসায় উৎসাহ

সোমালিয়া ওয়েব নিউজঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু করলেন “মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা”। প্রথম ধাপেই ২৫ লক্ষ মহিলা সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দিলেন তিনি। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-র মাধ্যমে এই প্রকল্পে মোট ২,৫০০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন—

“মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করাই আমাদের উদ্দেশ্য। ছোট ব্যবসা শুরু করতে বা স্ব-রোজগারের পথে হাঁটতে যাতে তারা সাহস পান, সেজন্যই এই যোজনা।”

সরকারি সূত্রের দাবি, গ্রামীণ ও শহুরে দুই মহলেই মহিলারা এই অর্থ ব্যবহার করে ক্ষুদ্র উদ্যোগ, স্ব-সহায়ক গোষ্ঠী, এবং পরিবারভিত্তিক ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এতে কেবল পরিবার নয়, রাজ্যের সামগ্রিক অর্থনীতিতেও গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, নীতিশ সরকারের আগে থেকেই কন্যা উত্তমা যোজনা, স্বনির্ভর মহিলা গোষ্ঠী গঠন, এবং ২০ লক্ষ কর্মসংস্থান প্রকল্প মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্র প্রস্তুত করেছে। নতুন এই উদ্যোগ সেই ধারাকেই আরও দৃঢ় করল।

Loading