সোমালিয়া ওয়েব নিউজঃ ডিভিসি (DVC)-র ৭০,০০০ কিউসেক জল মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
আজ মুখ্যসচিব মনোজ পন্থ নবান্ন থেকে একটি ভার্চুয়াল বৈঠকে সব জেলার জেলাশাসকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে তিনি পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রাখার এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (NDRF/SDRF) প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।
মুখ্যসচিব জানান, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজ্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি জেলা যেন নিজস্ব পরিকল্পনা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।”
বৃষ্টিপাত ও প্লাবনের সম্ভাব্য প্রভাব বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলিও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।
প্রত্যাশিত জলের আগমনের সময় (Expected Time of Arrival):
স্থান | প্রত্যাশিত সময় |
---|---|
দুর্গাপুর | ৩ অক্টোবর, রাত ৯:৪৫ |
সদরঘাট | ৪ অক্টোবর, দুপুর ১:৪৫ |
সুরেকালনা | ৪ অক্টোবর, রাত ৯:৪৫ |
চাঁপাডাঙা | ৫ অক্টোবর, সকাল ৮:৪৫ |


More Stories
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক
শারদ উৎসব: মহানবমীর তাৎপর্য ও ব্যাখ্যা
বিদ্যাসাগর : আমাদের পথপ্রদর্শক, আমাদের আলোকবর্তিকা