October 6, 2025

আজ ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্তি দিবস

সোমালিয়া ওয়েব নিউজ: আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টে সংবিধান দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতের গণপরিষদ নির্বাচিত হয়েছিল ভারতের সংবিধান প্রণয়নের জন্য। এটি ‘প্রাদেশিক পরিষদ’ দ্বারা নির্বাচিত হয়। ১৯৫০ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতের স্বাধীনতার পর এর সদস্যরা দেশের প্রথম সংসদ হিসেবে কাজ করেছিল। এই অনুষ্ঠানেই ২০২৩-‘২৪ এর ভারতীয় বিচার ব্যবস্থার বার্ষিক রিপোর্ট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ অন্যান্য বিচারপতিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আজ ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

Loading