সোমালিয়া ওয়েব নিউজঃ অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের বৈকুন্ঠ একাদশীর দর্শণামে যোগ দেওয়ার জন্য টোকেন সংগ্রহ করতে গিয়ে ৬ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ২০ জনের হাসপাতালে চিকিত্সা চলছে। পদপিষ্টের এই ঘটনাটি তিরুপতি শহরে রামানাইডু স্কুলের কাছে একটি টোকেন বিলি কেন্দ্রে হয়েছে। আগামীকাল থেকে ১২ ই জানুয়ারি পর্যন্ত বৈকুন্ঠ একাদশী উপলক্ষে তিরুমালা পাহাড়ে দেব দর্শনের জন্য তিনটি জায়গা থেকে এক লক্ষ ২০ হাজার টোকেন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়। তিরুমালা, তিরুপতি, দেবস্থাপন – টিটিডি এর জন্য মোট ৯৪ টি কাউন্টারের ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির খবরে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে সম্ভাব্য সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তিরুপতি মন্দিরে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করেছেন। টেলি কনফারেন্সিং-এর মাধ্যমে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন। অন্ধ্রপ্রদেশের পুলিশের মহানির্দেশিক, মুখ্যসচিব সহ জেলার উর্ধ্বতন আধিকারিকরা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন।
1000 3 total views , 1000 1 views today
More Stories
মাতৃ দিবস উদযাপনে দেশজুড়ে আবেগঘন পরিবেশ
প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক — সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
চক বালায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার — ড্রোন-ভিত্তিক চোরাচালান ব্যর্থ করল পাঞ্জাব পুলিশ ও বিএসএফ