October 6, 2025

রাত পোহালেই মকর সংক্রান্তি, অধীর আগ্রহে অপেক্ষায় গঙ্গাসাগর থেকে আরামবাগ

সোমালিয়া ওয়েব নিউজঃ রাত পোহালেই মকর সংক্রান্তি। সাগরতট জুড়ে মাহেন্দ্রক্ষণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতা থেকে পুণ্যার্থীর স্রোত সাগরমুখী এবং প্রার্থনা, উৎসব এবং ভক্তির এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছে। কলকাতার বাবুঘাটে সাগর স্পেশাল বাসের দীর্ঘলাইন, ওখানে পুণ্যার্থীরা তাঁদের পুণ্যে অর্জন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একই ছবি ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, কচুবেড়িয়া, নামখানাতে, যেখানে স্থানীয়রা এবং ভিনরাজ্যের পুণ্যার্থীরা একত্রিত হয়ে ধর্মীয় রীতিনীতি পালন করছেন। ভিনরাজ্যের পুণ্যার্থীরা লটবহর মাথায় চাপিয়ে ক্লান্ত শরীর নিয়ে সাগরের দিকে এগিয়ে চলেছেন; তাঁরা জানেন, এই স্নান তাঁদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। একইভাবে আমাদের রাজ্যের কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত সবাই একই পথের যাত্রী, এক ক্রমাগত তীর্থযাত্রায়। আজ দিনভর পুণ্যার্থীরা সাগরমেলায় এসেছেন, তাদের চোখে উচ্ছ্বাস ও উৎমুখতা স্পষ্ট। রাতভর পুণ্যার্থী আসবেন, আর এই স্নানের অভিজ্ঞতা তাঁদের আত্মায় একটি অমলিন ছাপ ফেলে যাবে। আজ বিকেল পর্যন্ত ৫৫ লক্ষ পুণ্যার্থী সাগরমেলায় এসেছেন বলে দাবী রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ বিকেলে মেলা অফিস থেকে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন মহাকুম্ভ থাকলেও পুণ্যার্থীর ভাটা পড়েনি, বরং তাদের উপস্থিতি সগৌরবে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু হচ্ছে পুণ্যস্নানের যোগ, যা চলবে পরদিন বুধবার সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। ইতিমধ্যে মেলার যাত্রীনিবাসগুলি পুণ্যার্থীতে ঠাসা, আর অনেকেই রাত কাটানোর জন্য খোলা আকাশের নীচে অপেক্ষা করছেন। তাঁদের মনে একসাথে বয়ে চলেছে বিশ্বাস, ভক্তি ও পরম্পরার সংমিশ্রণ, যা পুণ্যভূমি গঙ্গাসাগর মিলনতীর্থে তাঁবু খাটিয়েছে। এই বিশেষ মুহূর্তটিতে সকল ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে একটি অভিন্ন অনুভূতির উন্মেষ ঘটবে, যা আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্বের পরিচয় দেয়। অন্যদিকে আরামবাগ মহকুমা জুড়েও এই মহাস্নানের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। মহকুমার দ্বারকেশ্বর, মুণ্ডেশ্বরী, দামোদর, রূপনারায়ণ এই চারটি প্রধান নদ-নদী ছাড়াও অন্যান্য শাখা নদী এবং পুকুরেও তাঁরা এই পুণ্য স্নান সারবেন।

Loading