সোমালিয়া ওয়েব নিউজঃ পাথরকুচির বোটানিক্যাল নাম Kalanchoe pinnata। এর নিয়মিত সেবনে রোগীরা পেটে পাথর থেকে শুরু করে মাথাব্যথা, যোনিপথে সংক্রমণ, রক্তচাপ ইত্যাদি নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। আয়ুর্বেদে, পাথরকুচি পাতা থেকে অনেক ধরনের ওষুধ তৈরি করা হয়।
১/ পাথরকুচি পাতা কিডনি ও গলগন্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে।
২/ পেট ফোলা বা পেট ফাঁপার ক্ষেত্রে একটু চিনির সঙ্গে দুই চামচ পাথরকুচি পাতার রস একটু গরম করে খেলে অনেক উপকার পাওয়া যায়।
৩/ শিশুর পেটে ব্যথা হলে পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়।
৪/ পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে জল থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী।
৫/ পাথরকুচি পাতার রসের সাথে গোল মরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
৬/ লিভারের যেকোনো সমস্যা থেকে মুক্তি পেতে তাজা পাথরকুচি পাতা বা এর জুস অনেক উপকারী।
রোগ প্রতিরোধে পাথরকুচি অতুলনীয়। পুরনো সর্দিতে পাতার রস গরম করে খেলে উপকার হয়। ছোট বড় সবার মূত্র রোধে পাতার রস খাওয়ানো হয়। খাওয়ার মাত্রা বড়দের বেশি। মূত্রনালির যে কোন সংক্রমণে, রক্তপিত্তে, পেট ফাঁপায়, শিশুদের পেট ব্যথায়, মৃগী রোগীদের পাথরকুচির রস খাওয়ানো হয়। মূত্র পাথর সারিয়ে দিতে সক্ষম পাথরকুচি। এ ছাড়া ব্রণ, ক্ষত ও মাংসপেশী থেঁতলে গেলে, বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়।
More Stories
আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কখন আতঙ্কিত, জেনে নিন
থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায়
সস্তা খাদ্যের ফাঁদে স্বাস্থ্যব্যবসা: ভোক্তার অসচেতনতা থেকে কর্পোরেটের মুনাফা