সোমালিয়া ওয়েব নিউজ; আমের ফল মটরদানার আকৃতির হলে করনীয়–
আমের ফল মটর দানার আকৃতির হলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ও ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ৩-৪ দিন পর যে কোন একটি PGR (প্লানোফিক্স ( ১ মিলি/৪.৫ লিটার জল)/মিরাকুলান (১ মিলি/ লিটার জল)/ফ্লোরা ( ২ মিলি/লিটার জলেতে ) মিশিয়ে স্প্রে করতে হবে। অধবা PGR প্রয়োগ না করলেপ্রতি লিটার জলেতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে ফল মটরদানা অবস্থায় একবার এবং মার্বেল আকৃতির হলে দ্বিতীয়বার বার স্প্রে করতে হবে।
সেচপ্রদান: এ সময় মাটিতে যেন রসের অভাব না হয় সে দিকেনজর দিতে হবে। আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে কমপক্ষে একবার ও ফল মটর দানা হলে একবার সেচ দিতে হবে। তবে গাছে মুকুল আসার ৩ মাস আগে সেচ দেওয়া যাবে না।
More Stories
বস্তায় আদা চাষ নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর
ফসলের পোকা দমনে মেহগনি গাছের বীজ থেকে জৈব কীটনাশক তৈরির পদ্ধতি
পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে রেকর্ড, ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ উৎপাদন