October 5, 2025

BSF-এর গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী মারা পড়েছে

সোমালিয়া ওয়েব নিউজঃ গতকাল অমৃতসরের ভারত-পাকিস্তান সীমান্তে BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স) গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী মারা পড়েছে। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত বেড়ার কাছে এক ব্যক্তি সন্দেহজনক গতিবিধি করতে দেখে তাকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু সে পালানোর জন্য দৌড়াতে শুরু করে এবং আক্রমণাত্মকভাবে আচরণ করায় BSF বাধ্য হয়ে গুলি চালায়। এর ফলে ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী মারা যায়। এছাড়া, গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) পাঠানকোটে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারী BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স) গুলিতে মারা পড়েছে। সেখানেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে সন্দেহজনক গতিবিধি দেখে রক্ষীরা তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু অনুপ্রবেশকারী পালানোর চেষ্টা করায় তাকে গুলি করা হয়।

Loading