October 5, 2025

কিশোরীকে যৌন নির্যাতন, ২০ বছর কারাদণ্ড অভিযুক্তের

সোমালিয়া ওয়েব নিউজঃ ঘটনা বছর তিনেক আগের। রানাঘাট পুলিশ জেলার হাঁসখালি থানা এলাকার। বছর তেরোর (১৩) একটি নিষ্পাপ মেয়ের উপর নির্মম যৌন নির্যাতন চালিয়েছিল দেবাশিস বিশ্বাস নামক এক নরপশু, পেশায় যে একটি স্থানীয় জিমের মালিক। POCSO আইনে শুরু হয়েছিল মামলা, অবিলম্বে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত। তদন্তকারী অফিসার মুকুন্দ চক্রবর্তী দ্রুত পেশ করেছিলেন ঠাসবুনোট চার্জশিট। সম্প্রতি আদালত অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

Loading