সোমালিয়া ওয়েব নিউজঃ– সময়ের সীমানায় দুটি দ্বীপ,”একই জায়গা, দুই দিন!”
দুই দ্বীপ—বিগ দিয়োমিড (রাশিয়া) ও লিটল দিয়োমিড (যুক্তরাষ্ট্র)—মাত্র ৪.৮ কিমি (৩ মাইল) দূরে, কিন্তু তাদের সময়ের ব্যবধান ২১ ঘণ্টা!
বিগ দিয়োমিড (Tomorrow Island, রাশিয়া) – সময় লিটল দিয়োমিডের ২১ ঘণ্টা এগিয়ে
লিটল দিয়োমিড (Yesterday Island, যুক্তরাষ্ট্র) – সময় বিগ দিয়োমিডের ২১ ঘণ্টা পিছিয়ে
অর্থাৎ, এক দ্বীপ থেকে অন্যটি দেখলে মনে হয় যেন অতীত বা ভবিষ্যৎ দেখছেন!
শীতকালে বেরিং প্রণালী জমে গেলে বরফের ওপর দিয়ে হাঁটা সম্ভব, তবে এটি আইনগতভাবে নিষিদ্ধ।
বিগ দিয়োমিডে কেউ বসবাস করে না—এটি রাশিয়ার সামরিক ঘাঁটি।
লিটল দিয়োমিডে প্রায় ৮০-১০০ জন ইনুপিয়াক উপজাতির মানুষ বাস করেন।
মাত্র ৩ মাইল দূরত্ব, কিন্তু একপাশে “গতকাল” আর অন্যপাশে “আগামীকাল”!
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু