সোমালিয়া ওয়েব নিউজঃ ঝাড়খন্ডের সিংঘভূম জেলার জারাইকেলা থানার বালিবা জঙ্গলে আইইডি বিস্ফোরণে সিআরপিএফের তিন জওয়ান গুরুতর আহত হয়েছেন। এই ঘটনা স্থানীয় পুলিশ সুপার আশুতোষ শেখর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকাল থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে এবং আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য রাঁচি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেখানে হেলিকপ্টারে করে তাদের স্থানান্তর করা হয়েছে। এই হামলার একদিন আগেই পশ্চিম সিংভূম জেলায় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী হুসিপি গ্রামের জঙ্গলে তল্লাশি অভিযান চালায়, যা মাওবাদী-প্রভাবিত টোন্টো থানার অন্তর্গত। তল্লাশিতে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে একটি দেশি পিস্তল, দুটি কারবাইন, একটি বোল্ট অ্যাকশন রাইফেল, ১৩ রাউন্ড .৩০৩ বোরের কার্তুজ, আটটি ৭.৬২ মিমি গুলি, ৫৮টি ডেটোনেটর, তিনটি ওয়্যারলেস সেট, পাঁচটি কর্ডেক্স তারের বান্ডিল এবং ৯৫টি স্পাইক রড ছিল, বলে তিনি জানান। পুলিশ সুপার শেখর জানান, এই অভিযানে দুটি ১০ কেজি ওজনের আইইডি উদ্ধার হয়, যা বোম্ব ডিসপোজাল স্কোয়াড দ্বারা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর