সোমালিয়া ওয়েব নিউজঃ সালাদগুলো এমন উপাদানে তৈরি যা হরমোন ব্যালান্স করতে এবং মেনস্ট্রুয়াল সাইকেল নিয়মিত করতে সাহায্য করে।
পিরিয়ড রেগুলার করার আয়ুর্বেদিক সালাদ: ( ১ )
এই সালাদে এমন উপাদান আছে যা রক্ত সঞ্চালন বাড়ায় ও হরমোন ব্যালান্স করে। পিরিয়ড রেগুলার করতে পারে।
উপকরণ:
১/২ কাপ বীটরুট (কুচি করা)
১/২ কাপ গাজর (কুচি করা)
১/৪ কাপ শসা (কুচি করা)
১ টেবিল চামচ তিল (কালো/সাদা)
১ টেবিল চামচ লেবুর রস
১ চা চামচ খাঁটি মধু
১ চিমটি গোলমরিচ গুঁড়া
বাদামি লবণ সামান্য।
প্রস্তুত প্রণালী:
একটি বাটিতে সব উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
১০ মিনিট রেখে দিন যাতে সব উপাদান ভালোভাবে মিশে যায়।
নিয়মিত সকালের নাশতায় খাবার হিসেবে খেতে পারেন।
উপকারিতা: বীটরুট ও গাজরে আয়রন ও ফাইবার বেশি থাকে যা রক্ত চলাচল ভালো করে এবং এস্ট্রোজেন হরমোন ব্যালান্স করতে সাহায্য করে।
ড্রাই ফ্রুট ও পালংশাকের সালাদ: ( ২ )
এই সালাদ আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি এসিডে সমৃদ্ধ, যা পিরিয়ড অনিয়মিত হলে খুব কার্যকর।
উপকরণ:
১ কাপ পালংশাক (ছোট ছোট টুকরো করে কাটা)
২ টেবিল চামচ কাঠবাদাম (বাদাম ছোট করে কাটা)
২ টেবিল চামচ আখরোট (ছোট করে কাটা)
১ টেবিল চামচ সূর্যমুখীর বীজ
১/২ কাপ ড্রাই খেজুর (ছোট করে কাটা)
১ টেবিল চামচ অলিভ অয়েল
২ চা চামচ আপেল সাইডার ভিনেগার
সামান্য বাদামি লবণ
প্রস্তুত প্রণালী:
সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
১০ মিনিট রেখে দিন যাতে সব উপাদান একসঙ্গে মিশে যায়।
প্রতিদিন বিকেলের নাস্তায় খেতে পারেন।
উপকারিতা: পালংশাক আয়রন সমৃদ্ধ, যা রক্তস্বল্পতা কমায়। ড্রাই ফ্রুট হরমোন ব্যালান্স করতে সাহায্য করে এবং ওমেগা-৩ প্রোস্টাগ্লান্ডিন হরমোনের মাত্রা ঠিক রাখে যা পিরিয়ড নিয়মিত রাখতে সহায়ক।
পরামর্শ:
প্রচুর জল পান করুন।
প্রতিদিন শারীরিক ব্যায়াম করুন।
ওজন স্বাভাবিক রাখুন।
চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
এই দুই সালাদ নিয়মিত খেলে পিরিয়ড স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাড়বে।

More Stories
আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কখন আতঙ্কিত, জেনে নিন
থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায়
সস্তা খাদ্যের ফাঁদে স্বাস্থ্যব্যবসা: ভোক্তার অসচেতনতা থেকে কর্পোরেটের মুনাফা