October 5, 2025

হোলিকা দহন উৎসব বা ন্যাড়াপোড়া কেন পালন করা হয় ?

লিকা দহন উৎসব

সোমালিয়া ওয়েব নিউজঃ দোল বা হোলি যেমন প্রেমের উৎসব, তেমনই অশুভকে নাশ করে শুভ শক্তির জয় উদযাপনের দিন এটি। সেই জন্যে দোলের আগের দিন পালন করা হয় হোলিকা দহন বা বাঙালির ন্যাড়াপোড়া / বুড়ি পোড়ানো । দোল বা হোলির সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনি। রঙের উৎসবের সঙ্গে রাধা কৃষ্ণের কাহিনি জড়িয়ে আছে।

হোলির সঙ্গে যুক্ত নৃসিংহ অবতারের পৌরাণিক কথা । অসুররাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত। সেই কারণে প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুর বোন হোলিকাকে বলেন আগুনে প্রবেশ করতে । হোলিকা বর প্রাপ্ত ছিলেন যে আগুন ওনাকে স্পর্শ করতে পারবে না । হোলিকার গায়ে আগুনের প্রভাব পরবে না এই ধারণা থেকেই প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করেন অসুররাজ। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে মারা যান হোলিকা। তাই হোলি হল অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়ের প্রতীক। তাই দোল বা হোলির আগের দিন হোলিকা দহন পালন করা হয়।

হোলিকা দহন বা ন্যাড়া পোড়া উৎসব আসলে মনের কালিমাকে দূরে সরিয়ে, আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতি।

Loading