সোমালিয়া ওয়েব নিউজঃ পূর্ব রেল যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে উত্তরবঙ্গগামী জনপ্রিয় ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস-এ দুটি অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
- শিয়ালদা – আলিপুরদুয়ার (13149): ২০ মার্চ ২০২৫ থেকে একটি AC 2-tier এবং একটি AC 3-tier কোচ যুক্ত হবে।
- আলিপুরদুয়ার – শিয়ালদা (13150): ২১ মার্চ ২০২৫ থেকে একইভাবে এই দুটি অতিরিক্ত কোচ নিয়ে চলবে।
- ফলাফল: প্রতি ট্রিপে ১৩২টি অতিরিক্ত আসন পাওয়া যাবে।
- কোচ সংখ্যা: ২০ মার্চ থেকে ট্রেনটি ১৯টির পরিবর্তে ২১টি কোচ নিয়ে চলবে।

1000 3 total views , 1000 1 views today
More Stories
কারিনা নেবুলা,মহাবিশ্বের এক দুর্দান্ত দৃশ্য: মিস্টিক মাউন্টেন!
আর্টেজিয় কূপ
৮৬ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে