সোমালিয়া ওয়েব নিউজঃ পূর্ব রেল যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে উত্তরবঙ্গগামী জনপ্রিয় ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস-এ দুটি অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
- শিয়ালদা – আলিপুরদুয়ার (13149): ২০ মার্চ ২০২৫ থেকে একটি AC 2-tier এবং একটি AC 3-tier কোচ যুক্ত হবে।
- আলিপুরদুয়ার – শিয়ালদা (13150): ২১ মার্চ ২০২৫ থেকে একইভাবে এই দুটি অতিরিক্ত কোচ নিয়ে চলবে।
- ফলাফল: প্রতি ট্রিপে ১৩২টি অতিরিক্ত আসন পাওয়া যাবে।
- কোচ সংখ্যা: ২০ মার্চ থেকে ট্রেনটি ১৯টির পরিবর্তে ২১টি কোচ নিয়ে চলবে।

![]()

More Stories
ওড়ন ষষ্ঠীতে বস্ত্রদান ও সহমর্মিতার বার্তা—অগ্রহায়ণের শ্রীক্ষেত্রে মানবিকতার নতুন অধ্যায়
অসামাপ্ত রেলস্বপ্ন: বাগনান–আমতা–চাঁপাডাঙা প্রকল্প জমি–জটে স্থবির
জয়রামবাটির সিংহবাহিনী মন্দির — গ্রামবাংলার বিশ্বাসের এক অনন্য তীর্থ