October 5, 2025

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

সোমালিয়া ওয়েব নিউজঃবেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে তিন দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী সোমবার কলকাতা থেকে রওনা হয়ে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন এবং সেখান থেকেই উত্তরবঙ্গ সফরের সূচনা করবেন। ওই দিনই শিলিগুড়িতে আয়োজিত সিনার্জি কনক্লেভে তিনি উত্তরবঙ্গের সাত জেলার শিল্পপতি ও বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এই কনক্লেভে ব্যবসা, শিল্প এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির ওদলাবাড়িতে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখান থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন। একইসঙ্গে বিভিন্ন জেলার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করারও কথা রয়েছে তাঁর।

বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় সমস্ত জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক বিষয়, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান সংক্রান্ত আলোচনা হবে।

সফরের শেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা রয়েছে।

Loading