October 5, 2025

চাকরি হারা SSC গ্রুপ C ও D কর্মীদের জন্য রাজ্যের নতুন ভাতা প্রকল্প ঘোষণা

সোমালিয়া ওয়েব নিউজঃ সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ C ও গ্রুপ D কর্মীদের পাশে দাঁড়াতে নতুন অন্তর্বর্তীকালীন ভাতা প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সিকিউরিটি’ নামের এই প্রকল্প গৃহীত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রী জানান, শ্রম দফতরের অধীনে চালু হওয়া এই প্রকল্পের আওতায় চাকরি হারানো গ্রুপ C কর্মীরা প্রতি মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ D কর্মীরা ২০,০০০ টাকা করে মাসিক ভাতা পাবেন। যতদিন না সুপ্রিম কোর্টে মামলার রায় পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি হচ্ছে, ততদিন এই প্রকল্প চালু থাকবে।

এই প্রকল্প ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে কার্যকর হবে। মুখ্যমন্ত্রী বলেন, “চাকরি হারানো কর্মীদের জীবিকা যাতে অনিশ্চিত না হয়ে পড়ে, সেজন্যই এই সহায়তা। রাজ্য সরকার মানবিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে।”

রাজ্যের এই পদক্ষেপ কর্মচ্যুত কর্মীদের মধ্যে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে বলে প্রশাসনিক মহলে মত প্রকাশ করা হয়েছে।

Loading