October 6, 2025

বিদেশ সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য দলের প্রতিনিধি ২ দল


সোমালিয়া ওয়েব নিউজঃ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শক্ত অবস্থান ও অপারেশন সিন্দুর-এর সাফল্য আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার গঠিত ৭টি সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে দুটি আজ বিভিন্ন দেশে রওনা দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য পাকিস্তান-ঘেঁষা সন্ত্রাসবাদের বৈশ্বিক নেটওয়ার্ক সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে সচেতন করা।

প্রথম দল: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, কোরিয়া ও সিঙ্গাপুর

  • নেতৃত্ব: জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা
  • সদস্য: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য দলের প্রতিনিধি।
  • উদ্দেশ্য: এশিয়ার প্রধান দেশগুলিকে পাকিস্তানের রাষ্ট্রীয় স্তরের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড (জঙ্গি প্রশ্রয়, অর্থায়ন) সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া।

সঞ্জয় ঝা-র বক্তব্য:

“পাকিস্তানের রাষ্ট্রনীতি সন্ত্রাসবাদকে সমর্থন করেই চলেছে। ইসলামাবাদ কীভাবে জঙ্গি গোষ্ঠীগুলিকে প্রশ্রয় দেয়, তা আমরা এই দেশগুলির নীতিনির্ধারকদের বুঝিয়ে বলব। অপারেশন সিন্দুর ভারতের সক্ষমতার প্রমাণ।”

দ্বিতীয় দল: মধ্যপ্রাচ্য ও আফ্রিকা

  • নেতৃত্ব: শিব সেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে
  • সফরস্থল: সংযুক্ত আরব আমিরাত, লাইবেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও সিয়েরা লিয়ন।
  • কৌশল: এই দেশগুলির সাথে ভারতের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি।

  • অপারেশন সিন্দুর: গত [মাস/বছর] জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতের সফল সামরিক অভিযান, যেখানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়।
  • ৭টি দলের মিশন: আগামী ৫ তারিখের মধ্যে মোট ৩২টি দেশ সফর করে পাকিস্তানের ভূমিকা ও ভারতের সন্ত্রাসবিরোধী পদক্ষেপ সম্পর্কে ব্রিফিং দেওয়া।

রাজনৈতিক ঐক্য:

  • বিরল দৃশ্য হিসেবে তৃণমূল কংগ্রেস (TMC), শিব সেনা, জেডিইউ-র মতো ভিন্ন মতাদর্শের দলগুলি একমত হয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই কূটনৈতিক প্রচারে।
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “জাতীয় নিরাপত্তির প্রশ্নে আমরা সবাই এক।”

  • বাকি ৫টি দল শীঘ্রই ইউরোপ, লাতিন আমেরিকা ও অন্যান্য অঞ্চলে রওনা দেবে।
  • প্রতিটি দল ফিরে এসে MEA (পররাষ্ট্র মন্ত্রণালয়)-কে প্রতিবেদন জমা দেবে।

Loading