October 6, 2025

“DA কেসে আইনি খরচ কত? RTI দিয়ে জানতে চাইল সংগ্রামী যৌথ মঞ্চ”


সোমালিয়া ওয়েব নিউজঃ সুপ্রিম কোর্টে চলমান DA (ডিয়ার অ্যালাউন্স) কেসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য গঠিত আইনজীবীদের দলের খরচ কত কোটি টাকা, তা জানতে RTI (Right to Information Act, 2005) আবেদন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের অর্থ দপ্তর-কে পাঠানো এই আবেদনে মুখ্য আইনজীবী অভিষেক মনু সিংভি এবং অন্যান্য এডভোকেটদের ফি সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

RTI-তে কী জানতে চাওয়া হয়েছে?

  1. DA কেসে এ পর্যন্ত রাজ্য সরকারের মোট কত টাকা খরচ হয়েছে?
  2. অভিষেক মনু সিংভি-কে আলাদাভাবে কত ফি দেওয়া হয়েছে?
  3. অন্য আইনজীবী বা লিগ্যাল টিমের সদস্যদের জন্য কত ব্যয় হয়েছে?
  4. এই অর্থ রাজ্য কোষাগার থেকে দেওয়া হয়েছে কি না?

  • RTI-র জবাব পেলে তা জনসমক্ষে প্রকাশ করার ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
  • যদি তথ্য অস্পষ্ট হয় বা না দেওয়া হয়, তাহলে রাজ্য তথ্য কমিশনে আপিল করা হবে।

Loading