October 6, 2025

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর দৌত্যে উন্নয়নের বৃষ্টি

সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও শিলিগুড়ি মহকুমা পরিষদে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রায় ২ লক্ষ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মোট ৩৬৫টি প্রকল্পের উদ্বোধন (মোট ব্যয় ₹২৫০.৫৪ কোটি) ও ১৩৪টি প্রকল্পের শিলান্যাস (মোট ব্যয় ₹১৮৯.৪২ কোটি) করেন তিনি।

বৃহত্তর প্রকল্পগুলি:

  • চা সুন্দরী ঘর নির্মাণ (মাল ও নাগরাকাটা ব্লক): ₹৩১.০৮ কোটি
  • বড় রাস্তাঘাট নির্মাণ ও উন্নয়ন: সাহুডাঙ্গি-বেলাকোবা, গজলডোবা-ক্রান্তি, গোলাপচাঁদ-দমদিম রোড ইত্যাদি
  • বিদ্যুৎ সাবস্টেশন ও পানীয় জলের প্রকল্প: বেরুবাড়ি সাবস্টেশন, মিনগ্লাস চা-বাগান জল প্রকল্প
  • স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো উন্নয়ন: ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, বিভিন্ন মডেল স্কুল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র
  • পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বায়ো মাইনিং প্রকল্প (শিলিগুড়ি)
  • সামাজিক ও কৃষি সহায়তা: কৃষকবন্ধু, সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, পাট্টা প্রদান, আনন্দধারা ইত্যাদি

জেলা ভিত্তিক দৃষ্টান্তমূলক প্রকল্প:

  • জলপাইগুড়ি জেলা: ৫০টি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক, আলু উৎকর্ষ কেন্দ্র, বহু সেতু ও রাস্তা
  • আলিপুরদুয়ার: মুজনাই চা-বাগানে ২৯৮টি চা সুন্দরী ঘর, বীরপাড়া হাসপাতালে ৫০ শয্যার ওয়ার্ড, শহরের রাস্তা উন্নয়ন
  • শিলিগুড়ি মহকুমা: বর্ধমান রোড উন্নয়ন, ৩৩/১১ কেভি সাবস্টেশন, সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ

বিশেষ গুরুত্বপ্রাপ্ত প্রকল্প:

  • শিলিগুড়িতে ₹৪৭.১৫ কোটির বায়ো মাইনিং পদ্ধতির বর্জ্য ব্যবস্থাপনা
  • ৩৮টি মডেল স্কুল নির্মাণ
  • নদী সংরক্ষণ ও বাঁধ রক্ষণাবেক্ষণের একাধিক প্রকল্প

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার উন্নয়নের লক্ষ্যে মা-মাটি-মানুষের সরকার সদা জাগ্রত। বাংলার ঐতিহ্য, সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর।” অপপ্রচার বা প্ররোচনার বদলে শান্তি ও একতার বার্তা দেন তিনি।

Loading