সোমালিয়া ওয়েব নিউজঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) গুরুতর তথ্য আদালতে পেশ করেছে।
আজ দিল্লির এক বিশেষ আদালতে শুনানির সময় ইডির স্পেশাল কাউন্সেল জোহেব হোসেন জানান, এই মামলার প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী ১৪২ কোটি টাকা পেয়েছেন। এই অর্থ তারা বিভিন্ন মাধ্যমে ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত গ্রহণ করেছেন বলে ইডির দাবি।
বিশেষ বিচারক বিশাল গগনের আদালতে ইডি জানায়, এপর্যন্ত এই মামলায় মোট ৭৫১.৯০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে দিল্লি ও মুম্বইয়ের একাধিক প্রাইম লোকেশনে স্থাবর সম্পত্তি, যার মালিক Young Indian নামক একটি কোম্পানি। ইডির অভিযোগ, এই কোম্পানির মাধ্যমেই ন্যাশনাল হেরাল্ডের মালিকানা নিজেদের দখলে নেন গান্ধী পরিবার।
ইডি-র দাবি, অলাভজনক সংস্থা ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ (AJL)-এর ৯৯ শতাংশ শেয়ার Young Indian অধিগ্রহণ করেছিল, যার ফলে গান্ধী পরিবার বিনামূল্যে শতকোটি টাকার সম্পত্তির উপরে নিয়ন্ত্রণ লাভ করে।
সোনিয়া ও রাহুল গান্ধীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনও সরাসরি প্রতিক্রিয়া মেলেনি। কংগ্রেস সূত্রের দাবি, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিজেপি সরকারের ইন্ধনে বিরোধী নেতৃত্বকে হেনস্তা করার চক্রান্তের অংশ।
আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির করেছে আগামী মাসে।

More Stories
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন