October 5, 2025

পাহালগামে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের কাছে বইসারন অঞ্চলে সম্প্রতি সংঘটিত জঙ্গি হামলায় নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাটি তিনি গতকাল পাহালগামে অনুষ্ঠিত মন্ত্রীসভা বৈঠকের পর করেন।

উল্লেখযোগ্য যে, ২২শে এপ্রিল বইসারনে সংঘটিত সেই মর্মান্তিক জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। এই হামলা গোটা কাশ্মীর উপত্যকায় চরম শোক ও ক্ষোভের সঞ্চার করে।

মন্ত্রীসভা বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান, নিহতদের স্মৃতিকে সম্মান জানাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেই নির্মম ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে একটি উপযুক্ত স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তিনি বলেন, “এই স্মৃতিসৌধ শুধু নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয়, এটি হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতীক।”

এই সিদ্ধান্ত অনুযায়ী, জম্মু ও কাশ্মীর পূর্ত দফতরকে অবিলম্বে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই প্রকল্পের নকশা, স্থান নির্বাচন এবং নির্মাণ কাজের সময়সূচি নির্ধারণ করা হবে।

সরকারের এই উদ্যোগ নিহতদের পরিবারগুলির কাছে এক সংবেদনশীল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং সমাজে শান্তি ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

Loading