October 5, 2025

পদ্মশ্রী সম্মানে সম্মানিত বাংলার চার কৃতী ব্যক্তি

সোমালিয়া ওয়েব নিউজঃ চলতি বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন পশ্চিমবঙ্গের চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে দেশের গর্ব হয়ে উঠেছেন। তাঁদের কর্মনিষ্ঠা ও সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁদের এই সম্মানে ভূষিত করেছে।

১. শ্রী স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)

ক্ষেত্র: সমাজসেবা
স্থান: মুর্শিদাবাদ
ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদ শাখার আধ্যাত্মিক নেতা শ্রী স্বামী প্রদীপ্তানন্দ, যিনি ‘কার্তিক মহারাজ’ নামেও পরিচিত, দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে যুক্ত। স্বাস্থ্য, শিক্ষা ও দুঃস্থদের সাহায্যার্থে তাঁর অবদান অগ্রণী। এই অনন্য সামাজিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন।

২. নগেন্দ্রনাথ রায়

ক্ষেত্র: সাহিত্য ও শিক্ষা
স্থান: দার্জিলিং
রাজবংশী ভাষায় রামায়ণ রচনা করে ভাষা ও সাহিত্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দার্জিলিঙের বিশিষ্ট লেখক ও শিক্ষক নগেন্দ্রনাথ রায়। তাঁর এই কর্মযোগ এবং আঞ্চলিক ভাষার সাহিত্যচর্চায় অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে।

৩. সজ্জন ভজঙ্কা

ক্ষেত্র: বাণিজ্য ও শিল্প
স্থান: কলকাতা
সেঞ্চুরি প্লাইবোর্ডস ও স্টার সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান সজ্জন ভজঙ্কা ভারতের শিল্প ও ব্যবসাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা সংস্থাগুলি শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই কারণে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে।

৪. মমতাশংকর ঘোষ

ক্ষেত্র: নৃত্য ও চলচ্চিত্র
স্থান: কলকাতা
প্রখ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী ও নৃত্যপরিচালক মমতাশংকর ঘোষ বাংলা সংস্কৃতির জগতে এক উজ্জ্বল নাম। ‘মমতাশংকর ব্যালে গ্রুপ’ ও ‘উদয়ন কলা কেন্দ্র’-র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নৃত্যকলাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন। তাঁর অবদানের জন্য তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন।

এই চার গুণীজন তাঁদের স্ব-স্ব ক্ষেত্রে নিজস্ব অবদান দিয়ে সমাজ ও দেশের মেধা, মনন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাঁদের এই সম্মান গোটা বাংলার গর্ব।

Loading