সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু ও কাশ্মীরে আগামী ৩ জুলাই থেকে শুরু হতে চলা ৩৮ দিনের অমরনাথ যাত্রা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী “অপারেশন শিবার” চালু করেছে। প্রতিবছর হাজার হাজার ভক্ত ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত এই পবিত্র গুহামন্দিরে দর্শনের জন্য যাত্রা করেন।
নিরাপত্তা ব্যবস্থার মূল দিকগুলি:
- সাম্প্রতিক হুমকি: পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলা এবং উপত্যকায় জঙ্গি তৎপরতার পুনরুজ্জীবনের প্রেক্ষিতে এবছরের যাত্রা বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে।
- তিন স্তরের নিরাপত্তা বলয়: যাত্রাপথে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন থাকছে আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনী ও নজরদারি সরঞ্জাম।
- ৪২,০০০-এর বেশি বাহিনী মোতায়েন:
- CRPF
- SSB
- ITBP
- BSF
- CISF
- প্রযুক্তির ব্যবহার:
- ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি
- সিসিটিভি ক্যামেরা
- বুলেটপ্রুফ যানবাহন
- মূল দুটি যাত্রাপথ — পহেলগাঁও এবং বালতাল — এর সমগ্র রুট জুড়ে চলবে নজরদারি।
- সম্ভাব্য ষড়যন্ত্র ও নাশকতা রুখতে গোয়েন্দা সংস্থা ও স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযান চালাবে।
- কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF), জম্মু-কাশ্মীর পুলিশ ও শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড (SASB) সম্মিলিতভাবে পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত।
অমরনাথ যাত্রা শুধু ধর্মীয় নয়, তা দেশের নিরাপত্তা এবং ঐক্যের প্রতীকও। অপারেশন শিবার ও সংশ্লিষ্ট বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই পুণ্য যাত্রা যেন শান্তিপূর্ণ ও সুরক্ষিত হয়, সেই লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে।
নিরাপত্তা ব্যাবস্থার এই নজিরবিহীন আয়োজন যাত্রীদের আস্থা বাড়াবে বলেই মনে করছে প্রশাসন।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর