October 5, 2025

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা সুধাকর নিহত

সোমালিয়া ওয়েব নিউজঃ ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে শীর্ষ মাওবাদী নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর, যিনি নরসিমহা চলম ও গৌতম নামে পরিচিত ছিলেন। পুলিশের ডিআইজি কামালোচন কাশ্যপ জানিয়েছেন, বহু বছর ধরে তালিকাভুক্ত এই চরমপন্থী নেতার মাথার দাম ছিল ১ কোটি টাকা।

অন্ধ্রপ্রদেশের চিন্তাপালুদি গ্রামের বাসিন্দা সুধাকর গত তিন দশক ধরে নকশাল আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় বিভিন্ন নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে তাঁর জড়িত থাকার অভিযোগ ছিল, এবং একাধিক মামলায় দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ চলছিল।

নিরাপত্তা বাহিনীর অভিযানে তার মৃত্যু মাওবাদী নেটওয়ার্কের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন অনেকেই । এই সফল অভিযানে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতার প্রশংসা করেছে প্রশাসন।

এই অভিযানের পর ওই অঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে যাতে প্রতিশোধমূলক হামলার আশঙ্কা রুখে দেওয়া যায়।

Loading